Skip to main content

সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা'কে নিয়ে কটূক্তি— উত্তাল মানিকগঞ্জ, আদালত চত্বর ঘেরাও




স্টাফ রিপোর্টার: মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি, ধর্ম অবমাননা ও কূরুচিপূর্ন মন্তব্য করায় মানিকগঞ্জের বাউল গায়ক আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবিতে ফুঁসে উঠেছে মুসলিম তৌহিদী জনতাসহ নানা ধর্ম ও শ্রেণিপেশার মানুষ।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঐ বাউল গায়কের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জ জেলা আদালত চত্বর ঘেরাও করে জেলার গণ্যমান্য আলেম উলামা, তৌহিদী জনতাসহ আপামর সাধারণ জনগণ। এসময়, শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন করা হয়।


মানববন্ধনে মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার আমির মুফতি শাহ সাঈদ নূর, মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, মুফতি মুজিবুর রহমান, মুফতি ইলিয়াস আহমদ, মুফতি আব্দুল করিম কাসেমী, মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার, মাওলানা মামুনুর রশীদ, জালালুদ্দিন রুমিসহ জেলার গণ্যমান্য আলেমগণ।


জানা যায়, আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা। তিনি বিভিন্ন স্থানে বাউল গান করে থাকেন বিধায় স্থানীয়দের কাছে বাউল সম্রাট হিসেবে পরিচিত। তিনি নিজেকে পীর পরিচয় দিয়ে অনুসারীদের ভুলপথে পরিচালিত করেন বলে অভিযোগ উঠেছে। গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে আল্লাহ, আল্লাহর সৃষ্টি ও ইসলামকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেয় আবুল সরকার। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া, তার বক্তব্যে সৃষ্টিকর্তার প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করায় ভিন্নধর্মাবল্বীরাও এর তীব্র সমালোচনা ও তার কঠোর শাস্তির দাবি করেন।


ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে, বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে ডিবি। পরে সকালে তাকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়। এসময়, ধর্মপ্রাণ মুসলিমরা আদালত চত্বরে মানববন্ধন, বিক্ষোভ ও তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে স্লোগান তোলে।


এ ঘটনায় ঘিওর থানায় আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৩টা পর্যন্ত ওই মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।




Comments