নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিভিন্ন সমস্যা সমাধান ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন।
সোমবার( ১১ নভেম্বর) নোবিপ্রবি কেন্দ্রীয় লাইব্রেরী কতৃপক্ষের সাথে সাক্ষাৎকালে এসব দাবি তুলে ধরেন।
জাহিদ হাসান বলেন, কয়েকদিন যাবত কয়েকজন শিক্ষার্থী লাইব্রেরির নানা সমস্যা নিয়ে আমাকে জানিয়েছিলো। আজকে আমি লাইব্রেরিতে গিয়ে সমস্যাগুলো বুঝার চেষ্টা করেছি। মানসম্মত পড়ালেখার পরিবেশ তৈরির জন্য লাইব্রেরির আধুনিকায়ন এখন সময়ের দাবি। এখানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সিঙ্গেল ডেস্কের ব্যবস্থা করতে হবে, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, প্রকট নয়েজ সমস্যা দূর করার ব্যবস্থা করতে হবে, আর বইয়ের সংকট নিরসনে আরও আপডেটেড বই সংযোজন করতে হবে।
তিনি আরও জানান, এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে ইতোমধ্যে কথা হয়েছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, মো: মামুন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো: আলী।
Comments
Post a Comment