Skip to main content

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল ব্রাজিলের মেয়েরা

স্পোর্টস ডেস্ক:

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ল ব্রাজিল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি।

শনিবার (১ নভেম্বর) মরক্কোর রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থাকা কানাডাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ব্রাজিলের গোলরক্ষক আনা মরগান্তি কানাডার মুটিপুলার শট ঠেকিয়ে দিলে ৫–৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

এবার ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে রিলানি সিলভার শিষ্যরা।

এদিন ব্রাজিল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। জুলিনহা, মারিয়া ও এভেলিন একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি। কানাডাও কিছুটা সময়ের জন্য ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল, তবে ব্রাজিলের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা ব্যর্থ হয়।দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের দাপট ছিল অব্যাহত।

উইং দিয়ে আক্রমণ সাজিয়ে কানাডার রক্ষণে চাপ সৃষ্টি করে কাইলান, জুলিয়া পেরেইরা ও রাভেন্না। কিন্তু গোলের দেখা মেলেনি নির্ধারিত সময়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় এনে ইতিহাস গড়ে ব্রাজিল নারী অনূর্ধ্ব-১৭ দল। এই সাফল্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দেশটির নারী ফুটবলে নতুন অধ্যায় সূচনা করল 'আমারেলিনহা'।

Comments