Skip to main content

সৌদির হোটেল কক্ষে চিরকুট পেলেন দিঘী, কী লেখা ছিল তাতে

রিয়াদ থেকে রিপন মাহমূদ:
সৌদি আরবে চলছে 'রিয়াদ সিজন'-এর ষষ্ঠ আসর। এর অংশ হিসেবে গত ১১ নভেম্বর শুরু হয়েছে 'বাংলাদেশ কালচার' পর্ব। আন্তর্জাতিক এ আয়োজনে মঞ্চ মাতানোর কথা রয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গেছেন তিনি, রয়েছেন একটি হোটেলে। সেখানে ভক্তের কাণ্ডে রীতিমতো আবেগাপ্লুত দীঘি।

অভিনেত্রী দিঘী জানান, হোটেল কক্ষে তার অনুপস্থিতিতে একটি চিরকুট লিখে রেখে যান এক পরিচ্ছন্নতাকর্মী। সেই চিরকুটে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সম্প্রতি ফেসবুকে সেই চিরকুট পাওয়ার কথা শেয়ার করেন দীঘি।

তিনি লিখেছেন, 'সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন ক্লিন (পরিষ্কার) করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাতভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এইভাবে একটু দেখা করতে চাচ্ছে ব্যাপারটা খুব মিষ্টি লাগলো।'

তিনি আরও বলেন, 'এই নোটটার মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছি, তাদের এই ভালবাসাটা আজীবন চলমান থাকুক।'

রিয়াদ সিজন-এ শুধু দীঘিই নন, সংগীতশিল্পী আসিফ আকবর ও মনির খানসহ অনেকে সেখানে পারফর্ম করবেন।

প্রসঙ্গত, দিঘীকে সর্বশেষ দেখা যায় 'জংলি' সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নায়ক সিয়াম আহমেদ। এছাড়া দিঘীর হাতে রয়েছে আরও দুটি সিনেমা।

Comments