Skip to main content

৭৪ বছরের বৃদ্ধ ৩০০ কোটি রুপিয়া দিয়ে তরুণীকে বিয়ে করলেন


আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার বাসিন্দা তারমান একটি চাঞ্চল্যকর বিয়ের মাধ্যমে ভালোবাসার কোনো বয়স নেই—এই কথাটিকে যেন সত্যি করে দেখালেন। ৭৪ বছর বয়সে তিনি ২৪ বছর বয়সী তরুণী শেলা আরিকাকে বিয়ে করেন। এই বিয়ে অনুষ্ঠিত হয় ১ অক্টোবর, যেখানে বর তারমান কনের জন্য ৩০০ কোটি রুপিয়াহ (প্রায় ২২ কোটি টাকা) মোহরানা হিসেবে প্রদান করেন।

বিয়ের বিশেষত্ব কেবল মোহরানাতেই সীমাবদ্ধ থাকেনি। বর তারমান এই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে ১ লক্ষ রুপিয়াহ (প্রায় ৭৫০ টাকা) তুলে দেন, যা ইন্দোনেশিয়ার সমাজে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাদের মধ্যে প্রায় ৫০ বছরের ব্যবধান থাকায় এই জুটি পুরো দেশে সবার নজরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তবে এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সত্যিকারের প্রেমের উদাহরণ মনে করেছেন, আবার কেউ কেউ এটিকে প্রচারণার কৌশল বা নকল চেকের মাধ্যমে প্রচলিত হয়ে থাকা ঘটনা বলে সন্দেহ করছেন। কনের এক আত্মীয় দাবি করেছেন যে পরিবার ও প্রতিবেশীরা শেলাকে সতর্ক করলেও তিনি এই বিতর্কিত বিয়েতে জড়িয়ে পড়েছেন।
বর তারমান নিজের অবস্থানে অটল থেকেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, মোহরানার টাকা সম্পূর্ণ বৈধ এবং ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ) থেকে এসেছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারমান আগেও বিতর্কের মুখোমুখি হয়েছেন এবং এক সময় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও, এটি তার প্রথম বিয়ে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মোটকথা, এই বিয়ে শুধু বড় মোহরানা বা বয়সের ব্যবধানের কারণে নয়, সামাজিক ও নৈতিক বিতর্কের কারণে পুরো দেশকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

Comments