Skip to main content

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

সত্য সংবাদ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৭২ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২, চট্টগ্রাম বিভাগে ৯৮, ঢাকা বিভাগে ২৬৬, ঢাকা উত্তর সিটিতে ২৮৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫, খুলনা বিভাগে ৫৯, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী ৭০, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ১০৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৯ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Comments