Skip to main content

যুবদল নেতা খুন: পাতা সোহেল-বুকপোড়া সুজন গ্রেপ্তার

মিরপুর প্রতিনিধি:
ছবি: সংগৃহীত 

রাজধানীর পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফোর স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি দল।

আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, 'কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। তিনি হত্যার পর শুটারদের অর্থের যোগানদাতাও। পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে নগদ ৩০ হাজার টাকা দিয়েছেন পাতা সোহেল।'

হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা বলেন, 'মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়। পাতা সোহেল কার নির্দেশে কিবরিয়াকে হত্যা করেছে তার তদন্ত চলছে।

৫ আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান। সেইসাথে তিনি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে।'

গত সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

যুবদল নেতা কিবরিয়া হত্যা: আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কোন্দলযুবদল নেতা কিবরিয়া হত্যা: আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কোন্দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে এসে তিনজন দুর্বৃত্ত তাঁর মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

Comments