নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বাসন ও পদায়নের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নোবিপ্রবি ছাত্রদল।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক হাসিবুল হাসান হাসিব,সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, মামুন হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় "ফ্যাসিবাদের ঠিকানা,এই ক্যাম্পাসে হবে না" স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান জুলাই আন্দোলনে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্য তিনি ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদ জানান।
তিনি বলেন,"নোবিপ্রবি এখন ফ্যাসিস্ট হাসিনার দোসর নীল দলের শিক্ষক-কর্মকর্তাদের চারণভূমিতে পরিনত হয়েছে। কর্মকর্তাদের তালিকা হাতে নিলে মনে হয় এটা কর্মকর্তাদের তালিকা নয়, ছাত্রলীগের কমিটির তালিকা। এসব দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরন হয়। অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নীল দলের পদধারী কোন শিক্ষক নোবিপ্রবি'র প্রশাসনিক কোন দায়িত্ব পালন করতে পারবে না"।
এছাড়াও বিগত বছর গুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিলো তাদের দ্রুতসময়ে মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।
Comments
Post a Comment