Skip to main content

নোবিপ্রবি ফ্যাসিবাদের চারণভূমিতে পরিণত হয়েছে:নোবিপ্রবি ছাত্রদল সভাপতি 



নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ফ্যাসিবাদের চারণভূমিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান।

বুধবার(১২ই নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,"নোবিপ্রবি এখন ফ্যাসিস্ট হাসিনার দোসর নীল দলের শিক্ষক-কর্মকর্তাদের চারণভূমিতে পরিনত হয়েছে। কর্মকর্তাদের তালিকা হাতে নিলে মনে হয় এটা কর্মকর্তাদের তালিকা নয়, ছাত্রলীগের কমিটির তালিকা। এসব দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরন হয়। অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নীল দলের পদধারী কোন শিক্ষক নোবিপ্রবি'র প্রশাসনিক কোন দায়িত্ব পালন করতে পারবে না"। 

এছাড়াও বিগত বছর গুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিলো তাদের দ্রুতসময়ে মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বাসন ও পদায়নের তীব্র প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন করে নোবিপ্রবি ছাত্রদল।


Comments