Skip to main content

ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

সত্য সংবাদ ডেস্ক:
রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছ আগুন নিয়ন্ত্রণ করে।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, সিগন্যালে দাঁড়িয়ে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থী বহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

Comments