Skip to main content

বৃদ্ধাশ্রমে জন্মদিন উদযাপন বুবলীর, দিলেন শীতের উপহার সামগ্রী

বিনোদন প্রতিবেদক:
ক্যারিয়ারের প্রায় এক দশকে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক আলোচিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। মাসকয়েক আগে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আবারও ব্যস্ত হয়েছেন কাজে।

গতকাল বৃহস্পতিবার ছিল এই নায়িকার জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে ঘরোয়া আয়োজন থাকলেও এবার এবারের জন্মদিনটি বুবলী উদযাপন করেছেন সম্পূর্ণ ব্যতিক্রমভাবে।

এই বিশেষ দিনটি বুবলী রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর তাদের মুখে খাবার তুলে দেন। শুধু তাই নয়, তাদের সবার হাতে শীতের উপহার সামগ্রী তুলে দেন।

জন্মদিনের উদযাপনের একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, 'জন্মদিনের মতো এত স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষীসহ নানা শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের।'

এরপর বুবলী বলেন, 'ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়।

এই সময়টি ঠিক তেমনই.. এই বাবা মায়েদের সঙ্গে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকল।' 

এদিকে বুবলী এখন ব্যস্ত রয়েছেন জাহিদ জুয়েলের 'পিনিক', লাজুক পরিচালিত 'শাপলা শালুক' এবং 'ঢাকাইয়া দেবদাস' সিনেমার কাজ নিয়ে।

Comments