Skip to main content

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের উদ্যগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ,যুগ্ম আহ্বায়ক এড. এবি এম জাকারিয়া,নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. জাহাঙ্গীর সরকার, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ ও এড. রবিউল ইসলাম পলাশ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে যে কয়েকটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের স্বাধীনতার সাথে সরাসরি সম্পৃক্ত, তার মধ্যে অন্যতম হলো ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা। যা জাতিকে ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে নতুনভাবে উদ্বুদ্ধ করেছিল।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো তার বক্তব্যে বলেন, একজন মানুষ তার আদর্শ, গুণগত মান ও নেতৃত্বের প্রজ্ঞা দিয়ে একটি দেশকে পাল্টে দিতে পারেন তার জীবন্ত উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন এক দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি নিজের আদর্শ, চরিত্র, দেশপ্রেম ও স্বাধীনতার ঘোষণাসহ সাড়ে তিন বছরের শাসনকালেই রেখে গেছেন একটি সমৃদ্ধ, আত্মনির্ভর ও উন্নয়নমুখী বাংলাদেশের। যদি তিনি বেঁচে থাকতেন, বাংলাদেশ আরও সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো। তার অসমাপ্ত স্বপ্ন ও কর্মযজ্ঞ এগিয়ে নিচ্ছেন দেশনেতা তারেক রহমান।

Comments