Skip to main content

সাদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু মানিকগঞ্জ-৩ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী নাহিদ মনির

সিপন আহমেদ, মানিকগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–৩ আসনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নাহিদ মনির। শুক্রবার দুপুরে সাটুরিয়া উপজেলার দশগ্রামে সাদের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় শহীদ সাদের বাবা শফিকুল ইসলাম, চাচা মো. সাগরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নাহিদ মনির কিছুক্ষণ পরিবারটির সঙ্গে সময় কাটান এবং সাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দোয়া করেন।

নাহিদ মনির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ, ছাত্র অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে আন্দোলন করে আসছে সংগঠনটি। শহীদ আফিকুল ইসলাম সাদ সেই আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ছিলেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–৩ (সদর-সাটুরিয়া) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণ নেতৃত্বের অংশ হিসেবে নাহিদ মনির জাতীয় নাগরিক পার্টি–এনসিপি থেকে মনোনয়ন চেয়েছেন। প্রচারণার শুরুতেই সাদের কবর জিয়ারতকে 'নৈতিক অঙ্গীকারের সূচনা' বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ মনির বলেন, "সাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত। জনগণকে সঙ্গে নিয়ে পরিবর্তনের রাজনীতি করতে চাই।"

প্রচারণার অংশ হিসেবে তিনি দশগ্রাম এলাকায় স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। আগামী কয়েক দিনে সাটুরিয়া ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Comments