Skip to main content

ডিআইজিসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

সত্য সংবাদ ডেস্ক:

অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ও পুলিশ সুপারসহ ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু'টি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকার পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. জিললুর রহমানকে আরএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও আরেকটি প্রজ্ঞাপনে ১৩ পুলিশ সুপারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) বিভিন্ন দপ্তরে বদলি বা পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। বুধবার পৃথক একটি প্রজ্ঞাপনে ৬৪ জেলায় তাদের পদায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে 'এ', 'বি' ও 'সি'- এই ৩ ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।

Comments