স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (১ নভেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পান্নু হাওলাদার বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা পরিবহন করছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় আসার পর গোপন সংবাদে পান্নু হাওলাদারকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে পেটের ভেতরে ইয়াবা পাচারের কথা স্বীকার করলে তাকে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
একপর্যায়ে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেটের ভেতর থেকে কসটেপ মোড়ানো অবস্থায় ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় গ্রেপ্তার পান্নু হাওলাদারকে বিমানবন্দর থানায় হস্তান্তরের পাশাপাশি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Comments
Post a Comment