নোবিপ্রবি প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সাদা দল, ও ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ড. মো. জাহাঙ্গীর সরকার,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, "আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। আমাদের সার্বভৌমত্বের জন্য, দেশরক্ষা ও স্বাধীনতা রক্ষার জন্য তাকে দরকার। তার জন্য সকলে দোয়া করবেন।"
নোবিপ্রবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. মো. জাহাঙ্গীর সরকার বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন, জনগণের মাঝে ফিরিয়ে আনেন।দেশরক্ষায় যেন তিনি আবার কাজ করতে পারেন।
সকল ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার প্রতি তিনি খালেদা জিয়ার সুস্থতায় দোয়ার আবেদন জানান।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউ তে চিকিৎসাধীন আছেন।
Comments
Post a Comment